শিরোনাম
উপকূল ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ০৩:১০ পিএম / ৭২ বার পড়া হয়েছে
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’- এই শ্লোগান নিয়ে লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
পরে মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে ইলিশ চত্বর প্রদক্ষিণ করে। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত র্যালি শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তারেক বিন রশিদ, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো: শামছুদ্দীন ফিরোজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ।
পরে উপকারভোগীদের মাঝে ১৯ লাখ ৫১ হাজার ৭৬০ টাকার চেক বিতরণ করা হয়। এবারের বৃক্ষ মেলায় মোট ১৪টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে দেশি বিদেশি নানা জাতের ফলদ, বনজ, ঔষধি ও ফুল গাছের চারার সমাহার ঘটানো হয়েছে।
মো. মাহবুবুল আলম মিন্টু : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য সুজন পাটোয়ারীর উদ্যোগে ব...বিস্তারিত
মো. জহিরুল ইসলাম : সমতল ধানি জমিতে বাণিজ্যিকভাবে লেবু চাষ করে ভালো ফলন পেয়েছেন লক্ষ্মীপুরের চাষি সৈয়দ আহাম্মদ মধু।...বিস্তারিত
মো. জহিরুল ইসলাম : লক্ষ্মীপুরের উত্তর জয়পুর গ্রামে ‘থাই গোল্ড’ জাতের কচু চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন জেলা...বিস্তারিত
মো. জহিরুল ইসলাম : এক সময় দর্জির কাজ করতেন দেলোয়ার হোসেন সবুজ (৪০)। সামান্য আয় দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ায় নতুন কিছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2024 দৈনিক উপকূল প্রতিদিন | Developed By Muktodhara Technology Limited